সুড়ঙ্গ ২ কবে আসছে? কমেন্টে জানান!
সুরঙ্গ ২ এর জন্য অধীর অপেক্ষায় আছে মাসুদ এর গুণমুগ্ধ দর্শকেরা। যেমন অপেক্ষায় ছিল বিক্রম মুভিতে rolex এর ক্যামিও দেখার পর। বিক্রম মুভিতে যেমন রোলেক্সের ক্যামিও দেখে সারপ্রাইজ হয়েছিল দর্শক ঠিক তেমনি তাণ্ডব মুভিতে নিশোর ক্যামিও দেখে অনেক বড় সারপ্রাইজ হয়েছে দর্শক। সিনেমা হলের লোকের উন্মাদনায় মেতে নিজের অজান্তেই, ভালবেসে "মাসুদ মাসুদ" বলে চিৎকার করে হল ভরিয়েছে। বিশেষ করে মাসুদের অভিনয় দারুন। আজও দর্শক জানতে চায় সুরঙ্গ ২ এর আপডেট। প্রযোজক দর্শকের উন্মাদনায় সাড়া দিয়েছেন, চলতি বছরের শেষে দিকে জানা যাচ্ছে সুড়ঙ্গ ২ এর শুটিং শুরু হবে।
Comments
Post a Comment