খাদান ২ এর বাজেট ১০ কোটি হতে পারে।

প্রথম দিনেই ১০০ হলে হাউজফুল, রাত ২টোর শো-তেও দর্শকের ভিড়, দুই সপ্তাহে ২২ হাজার টিকিট বিক্রি—‘খাদান’ ঝড়ে কাঁপছে টলিউড। দেব-যিশুর জুটি যে বক্স অফিসে বাজিমাত করেছে, তা প্রমাণ করে দিচ্ছে হলের ভিতর দর্শকের হাততালি ও সিটির শব্দ। আর এই সাফল্যের মাঝেই বড় ঘোষণা: আসছে ‘খাদান ২’!
দেব নিজেই ছবির ক্লাইম্যাক্সে জানিয়ে দিলেন, “পিকচার অভি বাকি হ্যায়।” প্রথম কিস্তিতে দেবের চরিত্র মধু যে জায়গায় শেষ হয়েছে—স্ত্রী সন্তানসম্ভবা, কয়লাখনির দখল নিয়ে উত্তেজনা, সিন্ডিকেটের দাপট—সব মিলিয়ে সিক্যুয়েলের গল্প আরও জটিল ও চমকপ্রদ হতে চলেছে।
শোনা যাচ্ছে, পরবর্তী কিস্তির বাজেট হতে পারে ১০ কোটি টাকা, যেখানে ‘খাদান’ তৈরি হয়েছে ৬ কোটিতে। বড় বাজেট মানেই আরও অ্যাকশন, আরও ইমোশন, আরও রাফ-অ্যান্ড-টাফ মধু।
এবার ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুকে দেব যেভাবে নিজেকে হাজির করেছেন, তা বাংলা কমার্শিয়াল ছবিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দর্শকদের স্বপ্ন এখন—‘খাদান ২’-এও দেব একই রকম সাহসী, দুর্দান্ত ও ব্যতিক্রমী গল্প নিয়ে ফিরবেন।
#Khadaan2 #DevTheSuperstar #TollywoodBlockbuster #KhadaanStorm #DevJisshu #BanglaCinema #KhadaanSequel #KhadaanBoxOffice #DevInAction #TollywoodMassMovie

Comments

Popular Posts