কোটির ঘরে মাত্র দুটি বাংলা ছবি
এখনও পর্যন্ত কোটির ক্লাবে পা রাখতে পেরেছে মাত্র দুটো বাংলা ছবি। জয়দীপ মুখোপাধ্যায়ের ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’। এর মধ্যে ‘একেনবাবু’ দেব প্রযোজিত এবং অভিনীত ‘খাদান’ ছবির রেকর্ড ভেঙে পাঁচ সপ্তাহে ৩.১২ কোটি টাকার বাণিজ্য করেছে। আট সপ্তাহে দেবের ছবিটি আয় করেছিল ২.৮৩ কোটি টাকা। Saurav Palodhi র মতে, বাণিজ্যিক ছবি ব্যবসায়িক সাফল্য পেলে ‘অঙ্ক কী কঠিন’-এর মতো ছবিগুলো বেঁচে থাকবে। সব ধারার ছবি বানাতে চান Joydeep Mukherjee। Rajkumar Damani র পরামর্শ, সব ধরণের ছবি তৈরি রাখুন। বাকিটা দর্শক বলবে।
Comments
Post a Comment