একটা ডাস্টবিন হারানোর গল্প আপনাকে কতটা নাড়া দিতে পারে বলে মনে হয়?
একটা ডাস্টবিন হারানোর গল্প আপনাকে কতটা নাড়া দিতে পারে বলে মনে হয়? 
গল্পটা এক নাপিতের। একদিন রাতে বাসায় ফিরে আসার পর ডাকাত দল তাকে আহত করে 'লক্ষ্মী'কে নিয়ে যায়।  পুলিশ যখন জিজ্ঞেস করে লক্ষ্মী তোমার মেয়ে না বউ সে জবাব দেয় ডাস্টবিন। লোহার তৈরি সাধারণ একটা ডাস্টবিন, ভেতরে কিছুই ছিল না। এই ডাস্টবিন ফেরত পাওয়ার জন্যে নাপিত সাত লাখ টাকা ঘুষ দিতেও রাজি! অবিশ্বাস্য ব্যাপার না? কিঞ্চিৎ কৌতুককর মনে হচ্ছে না?
হাস্যরসের খুব বেশি দেখা পাওয়া যাবে না। গল্প যত আগাবে ততই মনের উপরে চেপে বসতে থাকবে। মুভির শেষ দেখার পর মনে হতে পারে শেষ না দেখলেই বরং ভালো হত। স্রেফ স্তম্ভিত হয়ে বসে থাকবেন। 
আপনার মনোজগতে বেশ ভালো প্রভাব ফেলে যাবে এই মুভি। সাউথ ইন্ডিয়ানরা এত দারুণ কনসেপ্টের সব মুভি বানায় বলিউড ওদের চেয়ে হাজার কিলোমিটার পিছনে পড়ে আছে গল্পের ক্ষেত্রে। 
দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত পরিচালনা। অত্যন্ত চমৎকার গল্প, দারুণ স্ক্রীণপ্লে। অভিযোগ তোলার অবকাশ রাখেনি কোথাও। মুভির বিষয়ে আর কোন আলাপে যাব না।
এসব মুভি না দেখলে অনুভূতি বোঝানো সম্ভব না। কিছু কথা লিখে প্রকাশ করা যায় না। এটাও তেমনই একটা মুভি। দেখুন। 
Maharaja (2024) 
Tamil
Comments
Post a Comment